শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি না সরানোয় আতঙ্কে কয়েকটি পরিবারের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জামবাড়ি গ্রামে বসতবাড়ির ঘরের উপর পল্লী বিদ্যুতের  ২৫ কেভি ট্রান্সফর্মারসহ ঝুঁকিপূর্ণ একটি কাঁঠের খুঁটি থাকায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে কয়েকটি পরিবারের। খুঁটিটি সরানোর দাবিতে কিশোরগঞ্জ সাবজোনাল অফিসসহ নীলফামারী পল্লী বিদ্যুত্ অফিসে আবেদন করেও কোনো ফল না আসায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ খুঁটি নম্বর -৩সি-৭১-৭। মাসুদরানার বসতবাড়ির ঘরের ওপর একটি কাঁঠের খুঁটির (পোল) সঙ্গে ২৫ কেভির একটি  ট্রান্সফর্মারসহ সংযোগ প্রদান করা হয়। কিশোরগঞ্জ সাব জোনাল অফিসার (এজিএম) কাজী মোহাম্মদ শিফাত রেজা ইবনে হক বলেন, যদি খুঁটিটি ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমরা অব্যশই সেটি পরিবর্তন করে দেব। খুঁটিটির স্থানান্তর ব্যয় গ্রাহককেই বহন করতে হবে।