বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলবাড়ীতে ভাসমান খাঁচায় মাছচাষে সফলতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ফুলবাড়ীতে এই প্রথম ধরলা নদীর ওপর ভাসমান খাঁচায় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এই ভাসমান মাছ চাষ করে প্রথম বছরেই দুই লাখ টাকা আয় করছেন ধরলা পাড়ের মাছ চাষি আফজাল হোসেন। তিনি অল্পদিনেই মাছ চাষ করে পরিবারের ছয় সদস্যদের নিয়ে সচ্ছলভাবে জীবন-যাপন করছেন। শেখ হাসিনা ধরলা সেতুর উত্তর পাশে ধরলা নদীতে ১৫টি খাঁচায় মাছ চাষ সিবিজি প্রদর্শনী শুরু করেন। জলায়তন ০.০১৮ হেক্টর (৪,৫ শতক)। একটি খাঁচার দৈর্ঘ্য ২০ ফিট। প্রস্থ ১০ ফিট। গভীরতা ৬ ফিট। মেয়াদকাল পাঁচ থেকে ছয় বছর।