বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিমওয়ালা ইলিশে সয়লাব ঝিনাইদহের হাটবাজার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:১৮

নদী ও সাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঝিনাইদহ জেলার হাটবাজারগুলো এখন ইলিশ মাছে ভরপুর। তবে ব্যতিক্রম হচ্ছে এবার অধিকাংশ মাছের পেট ডিমে ভরা। অন্যান্য বছর নিষেধাজ্ঞা উঠার পর অধিকাংশ ইলিশের পেটে ডিম থাকত না।

প্রতিদিন বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলার মত্স্য বন্দরগুলো থেকে ট্রাক যোগে জেলার মাছের আড়তগুলোতে প্রচুর ইলিশ আসছে। ছোটো আকৃতির ইলিশের ওজন ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম। এই আকৃতির ইলিশের পেটে ডিম নেই। কিন্তু ৫০০ গ্রাম আকৃতির ওপরে প্রায় প্রতিটি ইলিশের পেটভর্তি ডিম। 

ঝিনাইদহ শহরের মাছের আড়তদার আব্দুল করিম জানান, এখন যেসব ইলিশ আসছে, তার অধিকাংশের পেট ডিমে ভরা। অন্যান্য বছর এ সময় এত ডিমওয়ালা ইলিশ আসে না। মাছ বিক্রেতা আব্দুল কাদেরও একই কথা বলেন।