শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেজিস্ট্রি না করে বিয়ে

গোয়ালন্দে স্বামী-স্ত্রী কারাগারে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২১

গোয়ালন্দে পরকীয়ার জেরে হিন্দু পরিবারের এক গৃহবধূ ধর্ম ত্যাগ করে মুসলিম প্রেমিককে বিয়ে করে একত্রে বসবাস করার দায়ে বৃহস্পতিবার বিকালে ঐ দম্পতিকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইনগতভাবে ধর্ম ত্যাগ করলেও বিয়ে বৈধতা না পাওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো: মীর রফিকুল হাসান (৩০) ও সীমা প্রামানিক (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, যেহেতু তারা উভয়ে পূর্ণ বয়স্ক, সে হিসেবে তারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতেই পারে। বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারে। কিন্তু সে বিয়ের বৈধতা পেতে হলে বিবাহ রেজিস্ট্রি বা কাবিন করে আইন মানতে হবে। তাদের বিয়ের কাবিননামা না থাকায় তিন দিনের সাজা দিয়ে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।