বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরাইলে বালু ফেলে নদীর তীরসহ খাসজমি দখল!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:১৩

লিখিত অভিযোগ ইউএনও বরাবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউপির পূর্ব রাণীদিয়া তিতাস নদীর তীরে আড়তঘাট এলাকায় দখল করা হচ্ছে নদীর জায়গাসহ খাসজমি। ড্রেজার মেশিনে বালু ফেলে সরকারি এসব জায়গা অবৈধভাবে ভরাট করা হচ্ছে।

এদিকে গত ৫ নভেম্বর এসব দখলের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া হয়।

লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় দুই জন প্রভাবশালী নদী তীরবর্তী খাসজমি দখলে নিয়ে বালু ভরাটের পর সেখানে ‘ডকইয়ার্ড’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। অন্য একজন দখলদার নদীতে বালু ফেলে বিশাল জায়গা ভরাট করছেন। ভরাটের পর তিনিও সেই জায়গায় ডকইয়ার্ড নির্মাণ করবেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, কোনো অবস্থাতেই নদীর জায়গা দখল করতে দেওয়া হবে না। আমরা সরেজমিনে গিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করব।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা জানান, নদী ও খাসজমি কোনোটাই দখল করতে দেওয়া হবে না। অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শনের পর প্রতিবেদন দিতে অরুয়াইল ইউপির চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি এখনো কিছুই জানাননি। বিষয়টি এখন আমি নিজে পরিদর্শনে যাব।