শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ময়মনসিংহে রেলওয়ের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৩৭

ময়মনসিংহ প্রতিনিধি

সোমবার থেকে শুরু হয়েছে ময়মনসিংহে রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে জমি উদ্ধারের কাজ। সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। রেলওয়ের সব বেদখল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

ময়মনসিংহ অঞ্চলের বেদখল হয়ে যাওয়া প্রায় ১৫ একর জমি উদ্ধারের জন্যে রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণার পর ছোটো-বড়ো অনেক স্থাপনাই দখলদাররা এরই মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে। ময়মনসিংহ শহরের কেওয়াটখালি, স্টেশনের আশপাশের এলাকা, মালগুদাম, মিন্টু কলেজ এলাকা, সানকিপাড়া বাজার এলাকাসহ ময়মনসিংহ সদর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। মঙ্গলবারও এ অভিযান চলবে।