বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বানর সংরক্ষণের দাবি রাজবন বিহার কর্তৃপক্ষের

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩৪

রাঙ্গামাটি শহরের বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজ বনবিহার এলাকায় তীর্থযাত্রী ও পর্যটকদের চলাচলের পথে খাবারের আশায় পথে ঘুরে বেড়ায় অসংখ্য বানর। বনবিহার কর্তৃপক্ষ বলছে, বিহারের আশপাশে থাকা এসব বানরের সংরক্ষণ ও তাদের খাদ্যের চাহিদা পূরণে পদক্ষেপ নিতে বন বিভাগকে বলা হলেও এখন পর্যন্ত তারা কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। জীববৈচিত্র্য রক্ষাসহ পরিবেশের সুরক্ষায় এসব বানর সংরক্ষণের উদ্যোগ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ ব্যাপারে রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান বলেন, বিহার এলাকায় থাকা এসব বানর সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করার চিন্তাভাবনা চলছে।