শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উখিয়ায় যত্রতত্র বর্জ্যের স্তূপ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৩

রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়া উপজেলা পরিষদের সামনে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা-আবর্জনা। উপজেলার অন্যতম প্রধান সড়কটির পাশেই দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপ থাকার কারণে ভোগান্তিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

উপজেলার ব্যস্ততম এলাকা হওয়ায় ঐ স্থান দিয়ে যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছে, উপজেলা সদরে থাকা বর্জ্যের এই স্তূপটি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বছরখানেক যাবত্ এ অবস্থা থাকলেও তা সরানোর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদ বলেন, প্রতিনিয়ত বর্জ্যের পাশ দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে আমাদের। তাছাড়া উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ময়লা-আবর্জনার ওপর দিয়ে হাঁটা-চলা করতে দেখা যায়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) স্থানীয় সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার বলেন, এ ময়লা-আবর্জনার পাশেই উখিয়ার একমাত্র খেলার মাঠ। এ মাঠেই বর্তমানে চলছে ইউএনও গোল্ড কাপ টুর্নামেন্টের খেলা। খেলা দেখার জায়গা না পেয়ে অনেকেই বর্জ্যের ওপর দাঁড়িয়ে খেলা দেখছে। এ নিয়ে সেনিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়েছে। ময়লাগুলো সরিয়ে ফেলার কথা বলেছি। অথচ এ ব্যাপারে অগ্রগতি নেই।

উখিয়ার দারোগা বাজারে বর্জ্য রাখার আলাদা জায়গা না থাকায় বর্তমানে বাজারটি বর্জ্যের ভাণ্ডারে পরিণত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে মানুষ কেনাকাটা করতে বাধ্য হচ্ছে। বাজারের ঝাড়ুদার জাফর আলম অভিযোগ করে বললেন, বর্জ্য ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান বলেছেন, অবিলম্বে উখিয়াকে পরিচ্ছন্ন উপজেলায় পরিণত করতে উদ্যোগ নেওয়া হবে।