শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী ২০ ও ২১ ডিসেম্বর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী আগামী ২০ ও ২১ ডিসেম্বর পালিত করা হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার স্কুলের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সূবর্ণ জয়ন্তীর আহবায়ক ও স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্কুল গভর্নিং বডির সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। সূবর্ণ জয়ন্তীর বক্তা থাকবেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফয়জুল কবীর।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

সংবাদ সম্মেলনে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষক আব্দুর রশীদ, সদস্য সচিব ডা. হাসিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন