শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা কার্যক্রম ব্যাহত

আলমগীর হোসেন সুমন, মুলাদী (বরিশাল) সংবাদদাতা 

বরিশালের মুলাদীতে চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। অবকাঠামো ভালো না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। জানা গেছে, বিদ্যালয়টি ১৯৫২ সালে নির্মাণের পর এখন পর্যন্ত নতুন করে পরিপূর্ণ কোনো ভবন তৈরি

হয়নি।  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পুরাতন একটি ঘরে কোনো রকম পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন জানান ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এখন বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু এই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কক্ষ এবং বেঞ্চ নেই। কয়েকটি কক্ষে কোনো মতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এতে একটি কক্ষে দুইটি শ্রেণির পাঠদান করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করা হলেও কোনো ভবন নির্মাণ করা হয়নি।

এদিকে, কয়েক দফা আশ্বাস পেলেও কোনো ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা হতাশ হয়ে পড়েছেন। আদৌ ঐ বিদ্যালয়ে কোনো ভবন নির্মাণ হবে কিনা তা জানেন না কেউ।

জানা গেছে, ২০০৫ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হলে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায়। পরে স্থানীয়দের সহায়তায় টিনেরঘরটি নামমাত্র ওয়ালসেট করা হলেও ঘরের ভেতরে বাঁশ ও কাঠ দিয়ে টিনের চালা উঁচু করে রাখতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি চার তলা ভবন বরাদ্দ হয়েছে। ঠিকাদার সময়ক্ষেপণ করায় কবে নাগাদ ভবন নির্মাণের কাজ শুরু হবে তা বলা যাচ্ছে না।’