শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে উপহার নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি জেলা প্রশাসক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

বিজয়ের মাসে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ঘরের সামনে হাজির হচ্ছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রশাসনের এ ঊর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে অবাক হয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক নগরী ও সদর উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে এই প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা আমার দুয়ারে এসেছেন, এটাই আমার কাছে পরম পাওয়া। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, আসমা জাহান সরকার, মনিরা খাতুন, সুব্রত বিশ্বাস দাস, হেলাল উদ্দিন খান প্রমুখ।