শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংযোগ সড়ক ও মূল সড়ক নেই!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

যমুনেশ্বরী নদীর ওপর ব্রিজ

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর ওপর ব্রিজের নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কসহ মূল সড়ক না থাকায় এটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, আপাতত এলাকাবাসীর চলাচলের জন্য ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ১৩ জানুয়ারি। কাজ শেষ করার জন্য ২০২০ সালের ১৩ জানুয়ারি সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়েছে কিন্তু ব্রিজটির দুই পাশের মূল সড়কটি ভাঙাচোরা।

স্থানীয় বাসিন্দা জামিনুর রহমান, আবেদ আলী মশিয়ার রহমান জানান, যমুনেশ্বরী নদী থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্রিজের দুই পাশে বালু ভরাট করে সেই বালু দিয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে। বালু দিয়ে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক করার কারণে এলাকাবাসী এর সুফল পাবে না। বাহাগিলি ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান শাহ বলেন, ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সংযোগ সড়ক পাকাকরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়েছে। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীর চলাচল নির্বিঘ্ন করার জন্য নান্নুর বাজার পাকার মাথা থেকে ইসমাইল পাকার মাথা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হবে।