বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবিতে শহিদ জোহা দিবস পালিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শহিদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা দিবস পালিত হয়েছে। শাহাদতবার্ষিকীর দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার ড. জোহার ৫১তম শাহাদতবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানায়। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৭টায় শহিদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শহিদ শামসুজ্জোহা হল ও অন্যান্য আবাসিক হল, বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন প্রভাতফেরিসহ শহিদ জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এদিকে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ সকাল ৯টায় ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেছে। এদিকে সকাল ১০টায় রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।

শামসুজ্জোহা গ্রন্থমেলা শুরু

রাবির নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহাকে উত্সর্গ করে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবনের সামনে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।