শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শুকাতে না পেরে মাছ সাগরে ফেলছেন জেলেরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

বৃষ্টিতে দুবলারচরের শুঁটকিতে পচন

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

গত দুই দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মেঘ-বৃষ্টিতে পূর্ব সুন্দরবনের দুবলারচরের শুঁটকি জেলেরা বিপাকে পড়েছেন। সাগর থেকে ধরে আনা মাছ শুকাতে না পেরে সাগরে ফেলে দিচ্ছেন তারা। বুধবার দুবলারচরের আলোরকোল থেকে বাগেরহাটের রামপালের জেলে পংকজ চন্দ্র মোবাইল ফোনে জানান, সোম ও মঙ্গলবার মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টিপাতে চরের জেলেরা সাগর থেকে শিকার করে আনা বিভিন্ন প্রজাতির মাছ শুকাতে পারেনি। ঐ মাছে পচন ধরায় তা সাগরে ফেলে দিতে হচ্ছে।   দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামালউদ্দিন আহমেদ জানান, দুই দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অব্যাহত মেঘ-বৃষ্টিতে দুবলারচরের শুঁটকি জেলেরা বিপাকে পড়েছেন। জেলেরা মাছ শুকাতে না পারায় মাছে পচন ধরে পোকা দেখা দেওয়ায় সাগরে ফেলে দিচ্ছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, দুবলারচরের জেলেদের ক্ষয়ক্ষতির ব্যাপারে তার কিছু জানা নেই। বিষয়টি খোঁজ নেবেন বলে তিনি জানান।