শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে দুধ কেনাবেচা বন্ধ

গাভি পালনকারী ও ব্যবসায়ীরা হতাশ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৩০

 ‘করোনা ভাইরাসের কারণে এক সপ্তাহ যাবত্ আড়ত, মিষ্টির দোকান, চায়ের দোকানদারদের নিকট দুধ ক্রয়বিক্রয় বন্ধ হয়ে গেছে। ফলে আমরা চরম বিপাকে পড়েছি। এদিকে গাভী পালনকারীরা দুধ বিক্রি করতে পারছে না। অন্যদিকে দুধ ক্রয়বিক্রয় করে আমাদের সংসার চলে সেটাও বন্ধ হয়ে গেছে। কথাগুলো বলেছেন পারচৌকার বাবুল ঘোষ। তিনি আরো বলেন, আমার অধীনে প্রায় ৫০-৬০টি গাভি রয়েছে। এ গাভিগুলোর দুধ আমি দুধন করে বাজারে ও কারখানায় সরবরাহ দিই। বর্তমানে করোনা ভাইরাসের কারণে দুধ আড়তে বা দোকানদারদের নিকট বিক্রি করতে না পারায় গাভীওয়ালাদের কাছ থেকেও কোনো দুধ ক্রয় করছি না। অন্যদিকে, গাভিপালনকারী রুমী বেগম বলেন, গাভি পালন করে গাভির দুধ দিয়ে সংসার চালাই। বর্তমানে আমার গাভীর দুধ ঘোষ আর নিচ্ছে না। ফলে কোনো উপার্জনও হচ্ছে না।

শিবগঞ্জের দুগ্ধজাত দ্রব্য তৈরির এক কারখানার মালিক সাদিকুল জানান,  বাবুলের মতো প্রায় ১ হাজার ঘোষ রয়েছে। কিন্তু কারোনা ভাইরাসের কারণে সপ্তাহ ধরে ক্রয়বিক্রয় হচ্ছে না। ফলে পারচৌকার রুমী বেগমের মতো প্রায় ৫০ হাজার গাভি পালনকারী দুধ বিক্রয় করতে না পেরে চরম বিপাকে পড়েছেন। প্রতিটি কারখানায় প্রায় ১০ জন করে কারিগর আছেন। সে হিসাব অনুযায়ী প্রায় ২৫০ জন কারিগর বেকার হয়ে পড়েছেন। শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রণজিত চন্দ্র সিংহ সমস্যার কথা নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাণিসম্পদের অধীন কার্যক্রম বন্ধ নেই। পোলট্রি, মুরগি, হাঁস কবুতর, গরুছাগল ইত্যাদি সম্পর্কীয় যাবতীয় কার্যক্রম চালানো যাবে। ফলে দুধ বিক্রি করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।