শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরাজগঞ্জে যমুনার চরে ফসল চাষ!

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৩৮

বদলে যাচ্ছে ভাগ্য

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েক লাখ মানুষ চর এলাকায় বাস করেন। প্রতি বছরই যমুনা নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। এই চরগুলোতে তেমন কোনো ফসল হতো না। তবে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ফসল চাষ এখন চরবাসীর ভাগ্য বদলেছে। সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী চরাঞ্চল ও জেগে ওঠা বালুচরে ভুট্টা, ডাল, চিনাবাদাম, মিষ্টি কুমড়া, খেসারি, কালাই, কালোজিরা, তিসি, ধনিয়া, ছোলা, কলাবাগান ও শাকসবজি চাষে সবুজে ভরে গেছে চারদিক। ভালো ফলনের আশায় চরাঞ্চলের কৃষকের চোখে-মুখে এখন খুশির ঝিলিক। চরাঞ্চলগুলোতে ঘুরে দেখা গেছে, যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল ও জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর রূপান্তরিত হয়েছে ফসল চাষাবাদের জমিতে। চরছিন্না চরের আব্দুল হাকিম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ও আবু বক্কর আলী জানান, তারা প্রত্যেকে জমি বরগা নিয়ে ফসল চাষাবাদ করছেন এবং ভালো ফলন পেয়ে খুব খুশি।  উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন চরাঞ্চলের কৃষক সবজি চাষাবাদ করেছেন। কৃষকদের আরো সহযোগিতা করা হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, এ বছর সদর উপজেলায় প্রায় ৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে বাদাম, মসুর, ধনিয়া, আখ, রসুন, কালোজিরা, শোনপাট,  পেঁয়াজ-মরিচসহ বিভিন্ন ফসলের চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে এবং সরকারি যেসব সুযোগ-সুবিধা আসছে তা-ও দেওয়া হচ্ছে।