বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে আটকে পড়া লাইটার জাহাজগুলো দেশে ফিরতে শুরু করেছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪০

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

করোনা ভাইরাসে লকডাউনে ভারতে বিভিন্ন নৌ-বন্দরে আটকে পড়া পণ্য পরিবহনের বাংলাদেশি প্রায় ৩ শতাধিক লাইটার জাহাজ অবশেষে ছাড়া পেয়ে মোংলা বন্দরমুখী ফিরতে শুরু করেছে। সুন্দরবনের অভ্যন্তরের আংটিহারা রুট দিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নৌ প্রটোকলের আওতায় এ সব লাইটার জাহাজ দুই দেশের মধ্যকার পণ্য পরিবহন করে আসছিল। গত ২৪ মার্চ প্রতিবেশী দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দীর্ঘ ৯ দিন ধরে চলাচলে নিষেধাজ্ঞার কারণে ভারত অংশে অবস্থানকারী এ সব লাইটার জাহাজের প্রায় ৩ হাজার বাংলাদেশি নৌযান শ্রমিক লোকালয়ে যাতায়াত না করতে পারায় প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, খাবার, রসদ, মাস্ক, হ্যান্ড গ্লাবস ও চিকিত্সা সরঞ্জামসহ বিভিন্ন সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছিল। এ অবস্থায় দুই দেশের কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে আটকে পড়া বাংলাদেশি লাইটার জাহাজসমূহ দেশে ফেরার সুযোগ পায়। তবে বাংলাদেশ থেকে এ রুট দিয়ে ভারতে লাইটার জাহাজ প্রবেশের অনুমতি এখনো মেলেনি।

বাংলাদেশের আংটিহারা নৌ চেক পোস্টের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিআইডব্লিউটিএর নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ থেকে সাময়িকভাবে ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরের সঙ্গে মোংলা বন্দর তথা বাংলাদেশের সঙ্গে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভারতীয় অংশে প্রায় তিন শতাধিক বাংলাদেশি লাইটার জাহাজ আটকা পড়ে। পরে দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভারতে আটকে থাকা এসব লাইটার জাহাজকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। দেশে ফেরার অনুমতি পাওয়ার পর পরই শনিবার সকাল থেকেই ভারতে আটকে থাকা দেশি লাইটার জাহাজসমূহ বাংলাদেশের আংটিহারা নৌ চেক পোস্টে এসে ভিড় করতে থাকে। পরে কাস্টমস ও ইমিগ্রেশন ছাড়পত্র শেষে এসব লাইটার জাহাজের স্টাফদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে রবিবার সকাল থেকে লাইটার জাহাজগুলো আংটিহারা দিয়ে মোংলা বন্দরের উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, মোংলা বন্দরে পৌঁছানের পর নাবিকরা নৌযানেই অন্তত ১৪ দিন নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকবেন।