শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাস্তা দখল করে ইট বালু সিমেন্ট রাখায় জরিমানা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৮

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার রাস্তা দখল করে ইট, বালু, রড সিমেন্ট রেখে বাড়ি নির্মাণ কাজ করায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পৌর এলাকার আদালত পাড়ার বাড়িওয়ালা সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে পৌর এলাকার আলমনগর গ্রামের আরো দুইটি বাড়িতে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্য রাস্তা থেকে বাড়ির নির্মাণ যাবতীয় মাুলামাল সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।

তিনি বলেন, আইন সবার জন্য সমান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।