শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে কাস্টমস, চিকিত্সক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৭

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-নগর পরিকল্পনাবিদ সারোয়ার আলম ও ইউএসটিসি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসান মারা গেছেন। এছাড়া সিএমপির সদরঘাট থানার এএসআই মর্তুজা কাইয়ুম করোনার উপসর্গ নিয়ে নিজ বাসায় মারা গেছেন। জানা যায়, এদিন ভোরে চিকিত্সাধীন অবস্থায় রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন। অন্যদিকে, অধ্যাপক ডা. এহসান দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। চমেক হাসপাতাল সূত্র জানায়, শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর ডা. এহসান চমেক হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন। একই দিন বিকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ সারোয়ার আলম করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্র জানায়, সরকারি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।