শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নীলফামারীতে বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪১

নীলফামারীতে অতিবৃষ্টি এবং বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। রোপা আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমন ধানের চাষ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। ডিমলা ও জলঢাকা উপজেলায় বন্যার পানি উঠেছিল এমন এলাকায় ক্ষয়ক্ষতির চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে শাকসবজির খেতগুলো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, বন্যায় সৃষ্ট ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে কমিউনিটি বীজতলা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন চারা রোপণের ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি বন্যার আশঙ্কা রয়েছে এমন কিছু জায়গায় ১৬টি বীজতলা তৈরি করা হয়েছে এবং কৃষকদের ভাসমান বীজতলা তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছে।