বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লার বিলে বিরল প্রজাতির হলুদ পদ্ম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩

গবেষণার জন্য টানিয়ে দেওয়া হয়েছে লাল নিশান

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে গোলাপি, সাদা ও নীলের সঙ্গে ফুটেছে হলুদ রঙের পদ্মফুল। এখানকার হলুদ পদ্মটিকে বিরল প্রজাতির বলে ধারণা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষণা দল। তাদের দাবি, পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদ বিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন। সরজমিনে গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া পদ্মফুলের মেলা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সের অনেক প্রকৃতিপ্রেমী পদ্মবিলে ঘুরতে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এবার বেশি ফুল ফুটেছে। অন্তত ১২ একর জায়গা নিয়ে বিস্তীর্ণ জলাশয় যেন রকমারি পদ্মফুলের বিছানা। সেখানে গবেষণার একটি সাইনবোর্ড দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও বেঙ্গল প্লান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে নতুন জাতের হলুদ পদ্ম নিয়ে গবেষণা চালিয়েছে।

স্থানীয় কলেজ শিক্ষক হারুন অর-রশিদ বলেন, ‘গত দুই বছরের মধ্যে এবার বেশি ফুল ফুটেছে। বংশ বিস্তারও ঘটেছে বেশি।’কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসিল আরেফিন ভুঁইয়া জানান, ‘পদ্মফুল ভোর ও সকালের পর রোদ প্রখর হয়ে ওঠার আগ পর্যন্ত প্রস্ফুটিত থাকে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর রাখহরি সরকার জানান, ‘বাংলাদেশে এই প্রথম হলুদ পদ্মফুলের সন্ধান মিলল। পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে পদ্মফুলের এই নতুন জাত বাংলাদেশের উদ্ভিদ জগতে নতুন সংযোজন হবে।’কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন, আমেরিকাতে এমন পদ্মফুল ফোটে। আর বাংলাদেশের এই বিলে রয়েছে এমন পদ্মফুল। বিলটিতে কেউ যেন যত্রতত্র প্রবেশ করে ফুলগুলো নষ্ট না করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।’