শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

একটু বৃষ্টি হলেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে (এলজিইডি) থাকা মির্জাপুরের দেওহাটা-বহুরিয়া-গেড়ামারা গোহাইলবাড়ি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গোড়াই ইউপির ওয়ার্ড মেম্বার মো. জামান জানান, মাটিবাহী ট্রাক চলাচলে একদিকে সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। অপর দিকে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষকে। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে।