শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়পুরহাটে পেঁয়াজের বাজারে তদারকি জোরদার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

জয়পুরহাট প্রতিনিধি

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধ কল্পে স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার খবরে সারা দেশের মতো জয়পুরহাটের খুচরা বাজারগুলোতে বিরূপ প্রভাব পড়ে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধ করতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজার মনিটরিংয়ের ধারাবাহিকতায় শুক্রবার কালাই উপজেলার বিভিন্ন হাটবাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ। এ সময় পুনট বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের দাম বেশি নেওয়া ও ট্রেড লাইসেন্স না থাকায় ১৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।