শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেলান্দহ তিন বছর যাবত্ ব্রিজ ভাঙা দুর্ভোগে পথচারী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

 

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার সংযোগ সড়কের ব্রিজ ভেঙে যাওয়ায় তিন বছর যাবত্ এলাকাবাসীকে চরম দুর্েভাগ পোহাতে হচ্ছে। তিন বছর আগে বন্যার প্রবল স্রোতে মেলান্দহ উপজেলার নইলেরঘাট ও বন্দোরৌহার মাঝ পথে ব্রিজটি ধসে পড়ে।  এই রাস্তায় মেলান্দহ, দেওলাবাড়ি, কামদেববাড়ি, নটারকুড়া, কাওরাবাই, বন্দোরৌহা, খাসীমারা, পুটিয়াপাড়া, নলছিয়া, বানাবান্দ, গোবিন্দি, নাংলা, মহিষবাথান, পুরারচর, মাদারগঞ্জ, ঘুঘুমারী, ফাজিলপুর, বালিজুড়িসহ প্রায় ৫০টি গ্রামের মানুষের চলাচলের পথ এটি।

স্থানীয়রা জানান, দৈনিক কমপক্ষে ১০ সহস্রাধিক মানুষ এই রাস্তায় চলাচল করে। প্রায় দুই কি:মি: দীর্ঘ পাইলিংকৃত রাস্তার মাঝখানে ছোট্র ব্রিজ স্থাপন করায় বন্যার স্রোত তা ভাসিয়ে নেয়। রাস্তাটি ঝুঁকিমুক্ত করতে বড় আকারে ব্রিজ নির্মাণের দাবি পথচারীদের।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফজ জানান, আমি নতুন চেয়ারম্যান হয়েছি। জনগণের দুর্ভোগ লাগবে প্রায়ই নিজ অর্থায়নে মাটি কেটে চলাচল উপযোগী করছি। রাস্তার ব্রিজটি প্রশস্ত আকারে করার জন্য এলজিইডির কাছে বার বার ধর্না দিচ্ছি।

উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম খান জানান, রাস্তাটি ইউনিয়ন পরিষদের। এ ক্ষেত্রে এলজিইডির অর্থায়নে বড়া ব্রিজ নির্মাণের প্রক্রিয়াটি দীর্ঘসূত্রিতা। সয়েল টেস্টসহ আনুসঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। বৃহদাকার ৪৮ মি: দীর্ঘ ব্রিজ নির্মাণের প্রস্তাবটি অনুমোদন হলেই টেন্ডার হবে।