শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টানা বৃষ্টিতে বিপাকে আমনচাষিরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১

আশ্বিন মাসের লাগাতার বৃষ্টিতে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের আমনচাষিরা। তারা জানান, গত এক সপ্তাহের লাগাতার বৃষ্টিতে রোপণ করা আমনের চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ৬০ হেক্টর আমন জমি ডুবে গেছে বলে জানিয়েছে। লামাগাঁওয়ের কৃষক প্রভাত দাস বলেন, ‘দুইবার আমনের বীজতলা ডুবছে। রোয়া পঁচে গেলে আর লাগানির সময় নাই।সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সফর আলী বলেন, তথ্য অনুযায়ী ৬০ হেক্টরের মতো আমন জমি পানিতে ডুবেছে। পাঁচ-সাত দিন পর্যন্ত এই চারা পানির নিচে থাকলেও নষ্ট হবে না।