শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঘায় পদ্মার ভাঙন

বিলীনের উপক্রম স্কুল ভবন নিলামে বিক্রি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১২

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার ভাঙনে বিলীনের উপক্রম লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি গত রবিবার নিলামে প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এরই মধ্যে বিদ্যালয় ভবনের বিভিন্ন সামগ্রী ভেঙে সরিয়ে নিচ্ছেন শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ে ১৯৯৮ সালে ৩৯ লাখ টাকা ব্যয়ে একতলা এবং ২০১১ সালে ৪০ লাখ টাকা ব্যয়ে দোতলার নির্মাণকাজ শেষ করা হয়। প্রায় তিন যুগ ধরে স্থানীয় শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয়টির কাছাকাছি সম্প্রতি পদ্মার ভাঙন চলে এলে উপায় না পেয়ে ভবনের অবকাঠামোর বিভিন্ন সামগ্রী লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয় স্থানীয় প্রশাসন। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মজিবর রহমান জানান, চোখের সামনে বিদ্যালয়টি পদ্মায় তলিয়ে যাওয়ার উপক্রম হলে নিলাম দেওয়া হয়। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।