শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ চলাচলে দুর্ভোগ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫০

নারুয়ামালা-মহাস্থান সড়ক

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

গাবতলী ভায়া নারুয়ামালা-মহাস্থান সড়কের তিনটি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজগুলোর পাশে সাবধানে চলাচল সম্বলিত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে সড়ক কর্তৃপক্ষ। ফলে এসব ব্রিজ দিয়ে মালামাল বোঝাই ভারী যানবাহন চলাচল করতে না পারায় ভেঙে পড়ছে ব্যাবসায়িক কার্যক্রম। প্রায় বন্ধ হয়ে পড়েছে নারুয়ামালাহাট, পিরগাছাহাট ও মহাস্থানহাটের মধ্যে সরাসরি মালামাল পরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। যে কোনো সময় ব্রিজ ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। জানা গেছে, সড়কের পান্টিপোঁতা ব্রিজ ষাটের দশকে ইটসুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল। লস্করিপাড়া বেইলি ব্রিজটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। গত বছর মহাস্থান মহাসড়কে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকার সঙ্গে রংপুর বিভাগের আটটি জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন উত্তরাঞ্চলের যানবাহন বিকল্প হিসেবে গাবতলী ভায়া নারুয়ামালা-মহাস্থান সড়কে চলাচল করে। ঐ সময় ব্রিজগুলো অধিকতর ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

নারুয়ামালা হাটের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান, মালামাল বোঝাই যানবাহন সরাসরি হাটে আসতে পারে না। এতে নানাভাবে ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার ও সোনারায় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, আমরা কোনোমতে জোড়াতালি দিয়ে ব্রিজগুলো সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। তবে শিগিগরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।