বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের আটকে থাকা স্নাতক চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।