বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লার চাঞ্চল্যকর দেলোয়ার হত্যা মামলার আসামিরা দুই বছরেও অধরা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৮

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বহুল আলোচিত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের দুই বছর আজ (২৬ নভেম্বর)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও মূল ঘাতকরা আজও রয়ে গেছেন অধরা। এদিকে এ হত্যা মামলাটি থানা পুলিশের পর এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। জানা যায়, কুমিল্লা নগরীর শামবক্সি (ভল্লবপুর) এলাকায় ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে এক দল সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে দেলোয়ারকে ঘেরাও করে হামলা চালায় এবং মাথায় গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ভাই শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় ঐ গ্রামের রেজাউল করিম ও কাউছারসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি পলাতক রেজাউলের সহযোগী এজাহার বহির্ভূত আনোয়ার হোসেনকে গত ২৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর হত্যারহস্য বের হয়ে আসে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেলোয়ার হত্যার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর আবদুস সাত্তারসহ খুনিদের নাম বলেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।