শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুজানগরে সরিষা ফুলে ভরে উঠেছে খেত

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৩৮

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। চরাঞ্চলের অধিকাংশ জমি যেন সরিষা ফুলের হলুদ শাড়িতে সেজেছে। আর সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন তো আছেই। এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে সাড়ে ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। খলিলপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, অন্যান্য ফসলের চেয়ে সরিষার দাম ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার বলেন, অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার প্রয়োগ করায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষা ভালো হয়েছে। আশা করছি এ বছর বাম্পার ফলন হবে।