বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালোজিরা ধানের বাম্পার ফলন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৬

সাতকানিয়া উপজেলায় চলতি বছর কালোজিরা ধানের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারে ধানের ভালো দাম থাকায় খুশি কৃষক। মো. জিয়াবুল, ইউনুচসহ একাধিক কৃষক জানান, তাদের রূপিত কালোজিরা ধান পেকে গেছে। রোগবালাই কম থাকায় ফলনও হয়েছে বেশি। তারা জানান, অন্যান্য ধানের চেয়ে কালোজিরা ধান তিনগুণ বেশি দামে বিক্রি হয়। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম জহির জানান, এ বছর কালোজিরা ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনের কথা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, ধানের বাজারদর ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন।