শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শহরকে ঝকঝকে রাখতে পৌর চেয়ারম্যানের হাতে ঝাড়ু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:৫২

আগামী ২৩ জানুয়ারি শেখ কামাল স্টেডিয়ামে ফুটবল লীগের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত হতে যাওয়ায় নীলফামারী শহরকে ঝকঝকে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। সোমবার জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ ও নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা।

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। এখানে বসুন্ধরা কিংসের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, খেলা উপভোগ করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফের সভাপতি, বসুন্ধরা কিংসের চেয়ারম্যানসহ আরোও অনেকে।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই পৌরসভার কর্মীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। শহরকে সৌন্দর্যমণ্ডিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।