শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নড়িয়ায় কিশোরীকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক কিশোরীকে গণধর্ষণের মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার সন্ধ্যায় আদালতের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। রায় ঘোষণার পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো—নড়িয়া উপজেলার আনাখন্ড গ্রামের লিটু ছৈয়াল, একই উপজেলার পাঁচক গ্রামের রাজ্জাক ফকির ও আবু সরদার ওরফে সালাম সরদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর নড়িয়া উপজেলার আনাখন্ড গ্রামের আনাখন্ড ব্রিজের কাছ থেকে এক কিশোরীকে (১৪) অপহরণ করে আসামিরা। দণ্ডিত লিটুর বাসায় নিয়ে তারা মেয়েটিকে গণধর্ষণ করে। পরে মেয়েটি নড়িয়া থানায় লিটু ছৈয়াল, রাজ্জাক ফকির ও আবু সরদার ওরফে সালাম সরদারকে আসামি করে মামলা করে।