শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়!

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

নীতিমালার তোয়াক্কা না করে উর্বর জমির টপ সয়েল কেটে ইট তৈরি করছে উল্লাপাড়ার ইটভাটাগুলো। আর এভাবে তিন ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ায় ঐসব জমি উত্পাদন ক্ষমতা হারাচ্ছে। এদিকে ঐসব মাটি বোঝাই ট্রাক গ্রামীণ রাস্তায় চলাচল করায় বেহাল হয়ে পড়ছে, ঘটছে দুর্ঘটনাও। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষকদের তিন ফসলি জমির মাটি বিক্রি না করে চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ইট তৈরিতে জমির টপ সয়েল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।