বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজারহাটে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৭

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে উন্নত জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ হচ্ছে। উপজেলার হরিশ্বর তালুক মৌজায় ৪০ শতাংশ জমিতে এ জাতের তরমুজ চাষ করছেন এলাকার তিন তরুণ। আর মাচা ভর্তি এ তরমুজ দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। এলাকার প্রবীণ কৃষক গোলাম মোস্তফা বলেন ‘হামার এলাকায় এই তরমুজ চাষ হইবে হামরা কল্পনাই করি নাই। তিনটা ছাওয়া চাষ করি দেখাইল।’ তরুণ চাষি নুর আলম বলেন, প্রতি কেজি তরমুজ বাজারে ৮০-১০০ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, আমরা শুরু থেকে তাদের সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।