শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খালিয়াজুরীতে ৪৪৩টি ঘর হস্তান্তর

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৫০

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন ৮৪৩টি পরিবার। ইতিমধ্যে ৪৪৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আহমেদ জানান, সম্প্রতি সরকারি খাস জমিসহ ঘর দেওয়া হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের। ঘরগুলো দেওয়া হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপের ৪৪৩টি ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২য় ধাপে বরাদ্দ করা ঘরসমূহের নির্মাণ কাজ শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে। এ ঘরগুলোর কাজ সম্পন্ন হবে ৩০ জুনের মধ্যে। সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঘর পাওয়া আনোয়ার হুসেন, আলীনূর মিয়া ও গুলনাহার বেগমসহ অনেকেই জানান, তারা ঐ নির্মাণ কাজে সন্তোষ্ট। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম আরিফুল ইসলাম বলেন, আমরা ঘরগুলো ভালোভাবে নির্মাণের মাধ্যমে সুবিধাভোগীদের বুঝিয়ে দিতে চেষ্টা করছি।