শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুজানগরে পাটচাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ১২ জুন ২০২১, ২১:২০

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে কৃষক আবার পাট আবাদে ঝুঁকছেন। তবে অনাবৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার কারণে পাট আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। উপজেলার ভাটপাড়া গ্রামের পাটচাষি রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রচণ্ড খরার কারণে পাট আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এ বছর পাটের ফলন ভালো হবে। তাছাড়া হাটবাজারে পাটের বাজারও বেশ ভালো।’ উপজেলার খয়রান গ্রামের পাটচাষি আব্দুর রহমান বলেন, ‘কৃষকদের উত্পাদন খরচ মিটিয়ে আয় হচ্ছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলাম বলেন, ‘পাটের বর্তমান বাজার বেশ ভালো। তবে নতুন পাট উঠলে দাম কমতে পারে।’