শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বোরো ধানগাছের মুড়ি থেকে আবারও ধান!

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে কেটে নেওয়া বোরো ধানগাছের মুড়ি থেকে আবারও ধান উত্পাদন করছেন উপজেলার অনেক কৃষক। উপজেলা কৃষি বিভাগ জানায়, ধানের মুড়ি থেকে আবার ধান চাষ করা যায়। ব্রিধান-২৮ ও ২৯ ধানের গোড়া (মুড়ি) কাঁচা থাকে। তাই ধান কাটার পর এসব ধান গাছের মুড়ি থেকে নতুন করে কুশি বের হয়। কৃষক আজিজার রহমান বলেন, এক বিঘা জমিতে চার মণ ফলন পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ পদ্ধতিতে বোরো ধান কাটার দুই মাস পর কৃষকরা ধান কাটতে পারেন। তবে এটি বেশি লাভজনক না হলেও যেসব কৃষক নিজে পরিশ্রম করেন তারা বাড়তি ফসল পেয়ে লাভবান হতে পারেন।