শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই বছর ধরে বন্ধ এক্সরে মেশিন!

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

বিদ্যুত্ সংযোগের অভাবে গত দুই বছর ধরে বন্ধ রয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, গত ২০১৯ সালের ১৪ মে পুরাতন ভবনের মেইন লাইনের ১০০ কেবিএ ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। পরবর্তী সময়ে নতুন ভবন থেকে পুরাতন ভবনে সংযোগ দিয়ে কোনোমতে চলছে দৈনন্দিন কাজকর্ম। কিন্তু এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন সচল করতে ২৫০ ভোল্ট বিদ্যুত্ প্রয়োজন হওয়ায় এখনো সেগুলো সচল রাখা যাচ্ছে না। পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান বলেন, সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।