শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমের জেলাগুলোতে আউশ ধান চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে আউশ ধানের চাষ বেড়েছে। ধানের দাম বাড়ায় কৃষকেরা আউশ ধান চাষে ঝুঁকেছেন। আগাম আউশ ধান কাটা শুরু হয়েছে। বাজারে ধানের দামও চড়া হওয়ায় খুশি কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে যশোর জেলায় ১৬ হাজার ৩০০ হেক্টর, ঝিনাইদহ জেলায় ৩৬ হাজার ৪২৪ হেক্টর, মাগুরা জেলায় ৫ হাজার ৮১৫ হেক্টর, মেহেরপুর জেলায় ২০ হাজার ৫৫০ হেক্টর, চুয়াডাঙ্গা জেলায় ৪১ হাজার ১২৫ হেক্টর এবং কুষ্টিয়া জেলায় ২৮ হাজার ১২৫ হেক্টরে আউশ ধানের চাষ হয়েছে। এবার চাষের শুরুতে বৃষ্টি না হওয়ায় চাষ ব্যাহত হয়। সেচ দিয়ে চাষ করতে হয়। জিকে প্রকল্পের ভেড়ামারা পাম্প হাউজে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি পাম্প অচল হয়ে যায়। এতে তারাও সেচের পানি সরবরাহ করতে পারেনি। চাষিরা সমস্যায় পড়ে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া উপপরিচালক শ্যামল কুমার বিশ্বাস জানান। তবে জিকে সেচ প্রকল্পের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম মনিরুজ্জামান জানান, পাম্প হাউজে একটি পাম্প চালু করা হয়েছে। সেচ খালে পানি সরবরাহ করা হচ্ছে।

ঝিনাইদহের শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলা এবং মাগুরার শ্রীপুর উপজেলা পরিদর্শন করে দেখা যায়, সেচ খালগুলোতে পানি নেই। বৃষ্টির পানির ওপর নির্ভর করছেন চাষিরা। এদিকে আগাম চাষ করা আউশ ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হচ্ছে বলে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের চাষি মফিজুল ইসলাম জানান। বিঘাপ্রতি ফলন ২০ মণের বেশি হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি শামসুল ইসলাম জানান, তাদের এলাকায় আউশ ধানের অবস্থা ভালো।  এখন শিষ বের হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক জাহেদুল আমিন জানান, ধানের দাম ভালো পাওয়ায় চাষিরা আউশ চাষে আগ্রহী হয়েছেন। এই অঞ্চলে আউশ ধানের অবস্থা ভালো। ১৫ দিনের মধ্যে আউশ ধান পুরোদমে কাটা শুরু হবে।