বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাড়াশে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার!

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৩৯

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশের মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষ কাটাখালি খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। হামকুরিয়া গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া উজ্জ্বল বলেন, জন্ম থেকে তাদের যাতায়াতের সমস্যা। এক সময় ওয়াবদা বাঁধ থেকে নৌকায় হামকুরিয়া গ্রামে যেতে হতো। পরবর্তী সময়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক নির্মাণের ফলে যোগাযোগ সংকটের দূরত্ব কমে আসে। তারপর গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ হয়। মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন, ঐ খালের ওপর একটি সেতু খুবই প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, কাটাখালি খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।