বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রায়পুরে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২০

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

দরপত্র আহ্বানের তিন বছর পরও রায়পুরের চরবংশী-চররুহিতা পর্যন্ত এক কিলোমিটার সড়কের সংস্কার কাজ তিন বছরেও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ লোকজন। ২০১৯ সালে এলজিইডি ঐ সড়কের সংস্কার কাজ শুরু করে। স্থানীয় জাকির হোসেন বলেন, এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতিতেই গত তিন বছরেও শেষ হয়নি চরবংশী-চররুহিতা সড়কের সংস্কার কাজ। ঠিকাদার শিশির পাঠান বলেন, এলজিইডির অর্থের সংকুলানসহ নানা জটিলতায় কাজটি শেষ হচ্ছে না। তবে দ্রুত কাজ শেষ করা হবে। রায়পুরের এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. তাজল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে এমনটি হয়েছে। তবে দ্রুতই কাজ শেষ হবে।