শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বানারীপাড়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

বরিশাল অফিস

বরিশাল-বানারীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে করে ঐ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বুধবার ভোর থেকে। জানা গেছে, ভোরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের এই বেইলি ব্রিজের ওপর ট্রাকটি পাথরবোঝাই করে যাচ্ছিল। পরে ট্রাকটি ব্রিজসহ ভেঙে খালে পড়ে যায়। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে পাথরবোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ঐ সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ঐ ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, ব্রিজটি ভেঙে খালে পড়ে রয়েছে। একইভাবে ট্রাকটিও পড়ে রয়েছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজ সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, এই বেইলি ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আগামী কয়েক দিনের মধ্যে পার্শ্ববর্তী মাধবপাশায় একটি বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। ভেঙেপড়া বেইলি ব্রিজ এলাকায় ৪০ মিটার দীর্ঘ পাকা সেতুর কাজ গত বছর থেকে চলমান আছে।