বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাইকগাছায় গোখাদ্যের তীব্র সংকট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

পাইকগাছা (খুলনা)  সংবাদদাতা

পাইকগাছায় খড়-বিচুলিজাতীয় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গরুর খাবার জোগান দিতে না পারায় অনেকে গরু বিক্রি করে দিচ্ছেন। খামারি শেখ অলিউল ইসলাম ও বাপ্পা হালদার বলেন, খামার করে এমনিতেই এবার লাভ হয়নি। তারমধ্যে বিচুলি ও খড় শেষ হয়ে গেছে। এখন চড়া দামে খড় কিনে কোনো রকম চলছে। বিচুলি খড়-বিক্রেতা গাজী মফিজ উদ্দীন বলেন, এখানে খড় বিচুলির চাহিদা থাকায় বিক্রি করতে এসেছি। বিক্রি শেষে ভালো লাভ থাকছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আর কিছুদিন পরই ধান কাটা শুরু হবে। সে সময় বিচুলি ও খড়ের সংকট থাকবে না। এখন খামারিদের একটু কষ্ট করতে হবে।