শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশফুলের শুভ্রতা নজর কাড়ছে পথচারীর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আকাশে নরম তুলার মতো শুভ্র মেঘের ভেসে বেড়ানো আর দিগন্তজোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য দেখে বুঝতে হবে শরতের আবির্ভাব ঘটেছে। এ সময়ে নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে প্রকৃতিকে দেয় এক অপরূপ ভিন্ন সৌন্দর্য। এভাবেই আনোয়ারা উপজেলার কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংরক্ষিত মাঠের কাশফুলের শুভ্রতা নজর কাড়ছে পথচারীদের। কিরণ নামের এক পথচারী জানান, শহর থেকে এই রাস্তা দিয়ে পারকী বিচে যাচ্ছিলাম হঠাত্ কাশফুলের এমন চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে না  থেমে পারলাম না।