বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিরসরাইয়ে পান চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৫

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে চাষ হচ্ছে ঝাল পান। উপজেলার শতাধিক কৃষক প্রায় ৫ একর জমিতে পান চাষ করছেন নিয়মিত। মাটির গুণাগুণ ভালো হওয়ায় ও উপযুক্ত পরিবেশ থাকায় পানের ফলনও ভালো হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে বর্তমানে পাঁচ একর জমিতে পান চাষ হয়।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, মিরসরাইয়ে ঝাল পান চাষ বেশি হয়। এটির প্রচুর চাহিদা রয়েছে। সারা বছর এটি চাষ করা যায়। উপজেলা কৃষি অফিস থেকে পান চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। হেক্টর প্রতি প্রত্যেক বছর ১০ টন পান উত্পাদন হয়।