শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিস্তা নদীর পানির হিস্যার দাবিতে বগুড়ায় বাসদের বিক্ষোভ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

তিস্তাসহ ৫৪টি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যাসহ করতোয়া নদী দখলমুক্ত করার দাবিতে বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের সাতমাথায় সংগঠনের জেলা শাখার আহবায়ক অ্যাড.সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা শাখার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, দিলরুবা নুরী, রাধা রানী বর্মন প্রমুখ। সমাবেশে বক্তারা আসন্ন শুষ্ক মৌসুমের আগেই অবিলম্বে তিস্তা নদীর হিস্যা আদায়ের জন্য সরকারের দৃষ্টি কামনা করেন।  সেইসাথে করতোয়া নদী দখলমুক্ত করার দাবি জানান। সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় তিস্তাসহ ৫৪টি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২০ ও ২১ মার্চ বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোড মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।