বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাউজানে বসন্ত উত্সব

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

রাউজান উপজেলার পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও বসন্ত উত্সব অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন। এসময় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুবিন আহমেদ খান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আজগর খানের সভাপতিত্বে এবং শিক্ষক মুহাম্মদ কুতুব উদ্দিন ও সান্তা দে’র যৌথ পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, মীর আসলাম, দোস্ত মুহাম্মদ খান, হাজী মুহাম্মদ আমিনুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. লোকমান বাবুল, ধীমন বড়ুয়া, স্বরূপানন্দ দাশ, শিক্ষিকা শারমিন আফরোজ, নিপা বড়ুয়া, খায়রুন নেছা, নাহিদা আক্তার, রহিমা আক্তার, অসীম বড়ুয়া প্রমুখ। ৩১ জন শিক্ষার্থীকে শ্রেণিমান, ৫৭ জনকে ক্রীড়া, ২৩ জনকে সাংস্কৃতিক ও ৩০ জন শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা নৃত্য, গান, কবিতা আবৃত্তি, মূকাভিনয়, নাটিকা মঞ্চায়ন করেন।