শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পানি ও স্যানিটেশনের উপর গুরুত্ব দিতে বিভিন্ন সংস্থার দাবি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সকল নাগরিকের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ওয়াশ সেক্টরের সঙ্গে জড়িত নেটওয়ার্ক ও সংস্থাসমূহের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওয়াটার এইড, ইউনিসেফ, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, ওয়াটার অরগ, এফএসএম নেটওয়ার্ক, ফানসা, ডব্লিউএসএসসি, বি, স্যানিটেশন অ্যান্ডওয়াটার ফর অল এবং ওয়াশ অ্যালায়েন্সসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে নিম্নলিখিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, সকলের জন্য আর্সেনিক ও জীবাণুমুক্ত নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও নিরাপদ পানির যথোপযুক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার করা, টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার যথাযথ বাস্তবায়নসহ জনসমাগমস্থল এবং সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা, কিশোরী ও প্রজননক্ষম নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন এবং ন্যাপকিন তৈরিতে ব্যবহূত কাঁচামালের উপর বিদ্যমান সকল ধরনের শুল্ক ও কর মওকুফ করা, দুর্গম ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে ওয়াশ খাতে অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি শহর ও গ্রামের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিত করা।

সংস্থাগুলো মনে করেন, নাগরিকদের জন্য মানসম্পন্ন ওয়াশ সেবা নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহারে উল্লিখিত সুপারিশসমূহের অন্তর্ভুক্তিকরণ একটি জোরালো ভূমিকা রাখবে এবং একইসাথে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক খাতসমূহে জাতীয় উন্নয়নের অগ্রগতির ধারাকে চলমান রাখবে।