শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজবাড়ী সদর হাসপাতালে মর্গ স্থাপন না করার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৪৯

রাজবাড়ীর আধুনিককৃত সদর হাসপাতালের ভিতরে লাশকাটা ঘর (মর্গ) স্থাপন না করার দাবিতে পৌর ৫ নং ওয়ার্ড এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ৫ নং ওয়ার্ডের সমাজ সেবক মীর শাহরিয়ার হোসেন, একেএম আব্দুল আওয়াল, মুহাঃ আলতাফ হোসেন, স্বাধীন শেখ, ফজলে রাব্বী (শাকিল), তমাল, আকাশ, আবিরসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডা. রহিম বকেসর নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা দাবি জানান- হাসপাতালের ভিতরে অথবা হাসপাতালের আশেপাশের লাশকাটা ঘর (মর্গ) স্থাপন করা হলে এলাকাবাসীর বসবাস করার অনুপযোগী হয়ে পড়বে। এতে করে এলাকার পরিবেশ নষ্টসহ এলাকাবাসীর বসবাসে নানাবিধ অসুবিধা হবে।